Sunday, February 16, 2020

Pronoun reference rules

Pronoun Reference
ছোট ভাই-বোনেরা,আজকে আমি তোমাদের সাথে Pronoun Reference এর ব্যাপারে শেয়ার করব,তাইলে আর কথা না বাড়িয়ে মুল আলোচনায় চলে যাই। , আমরা সবাই জানি কোন Sentence এ Noun এর পরিবর্তে যা ব্যাবহার হয় তাই হলো Pronoun। কোন Sentence এ Pronoun ব্যাবহার করলে তা শ্রুতিমধুর হয়। কিন্তু অনেকসময় কোনো Sentence এ একাধিক Noun থাকলে Pronoun টি কোন Noun কে নির্দেশ করছে তা বোঝা যায় না। নিচের Sentence টি লক্ষ্য করো;
I went to the shop to buy popcorn, but it didn’t open.
এখানে It (Pronoun) টি দ্বারা কোন Noun টিকে বোঝানো হয়েছে তা কিন্তু স্পষ্ট নয়। Shop টি Open না হতে পারে আবার Popcorn এর প্যাকেটটিও Open না হয়ে পারে। Sentence এ Pronoun এর এই ধরণের অস্পষ্টতাকে বলা হয় Unclear Pronoun reference।
কোনো Sentence এ Pronoun টি যে Noun এর পরিবর্তে ব্যাবহার করা হয়েছে তাকে সঠিকভাবে নির্দেশ করা খুবই জরুরি। Pronoun এর Noun কে স্পষ্টভাবে নির্দেশ করার নিয়মই হচ্ছে Pronoun Reference.
Pronoun Reference এর নিয়মগুলো সম্পর্কে জানার আগে আসো দেখে নেই Number ও Person অনুযায়ী Pronoun এর ব্যবহার।
 Rule No 1
Pronoun সবসময় তার আগের Noun টির Number অনুযায়ী বসবে।
Incorrect: Everyone is trying their best to win the match
এখানে “their” – Pronoun টির আগে বসা Noun টি হলো Every one, যা একটি Singular word। তাই উপরের Sentence এ “their” এর পরিবর্তে “his/her” বসবে।
Correct: Everyone is trying his best to win the match.
 Rule No 2
Pronoun সবসময় তার আগের Noun টির Person অনুযায়ী বসবে।
Incorrect: If you want to maintain good health, we must walk in the morning.
Sentence টি Incorrect. কেননা Pronoun এর আগের Noun টি হলো 2nd person. তাই Pronoun হিসেবে “we” এর পরিবর্তে “You” বসবে।
Correct: If you want to maintain a good health, you must walk in the morning
“Who” শন্দটি যখন Relative Pronoun হিসেবে ব্যবহার হয় তখন তা কোন ব্যাক্তিকে নির্দেশ করে।
Incorrect: Messi is someone which scores goals on a regular basis.
Correct: Messi is someone who scores goals on a regular basis.
 (3)কিন্তু, “Which/that” শন্দগুলো যখন Relative Pronoun হিসেবে ব্যাবহার হয় তখন তা কোন বস্তু/প্রানীকে নির্দেশ করে।
Incorrect: Doel is a beautiful bird who is also the national bird of Bangladesh.
Correct: Doel is a beautiful bird which/that is also the national bird of Bangladesh.
 Rule No 4
দুটি Singular Noun যদি “and” দ্বারা যুক্ত থাকে তবে তাদের পরিবর্তে যে Pronoun টি ব্যবহার হয় তা Plural হবে।
Incorrect: Sourav & Ridwan are very serious about his studies.
Correct: Sourav & Ridwan are very serious about their studies.
কিন্তু, “and” দ্বারা যুক্ত দুটি Singular noun এর পূর্বে যদি “Every/Each” শব্দগুলো থাকে তবে এদের পরিবর্তে ব্যবহার করা Pronoun টি Singular হবে।
Incorrect: Every Doctor & every Nurse should do their duty.
Correct: Every Doctor & every Nurse should do his duties.
 Rule No 5
দুটি Singular Noun যদি Either….or বা Neither …nor বা or দ্বারা যুক্ত থাকে তবে এদের পরিবর্তে Singular Noun ব্যবহার হবে ।
Incorrect: Either Murphy or Pena will complete their mission
Correct: Either Murphy or Pena will complete his mission
কিন্তু, একটি Singular Noun ও একটি Plural যদি nor বা or দ্বারা যুক্ত থাকে তবে এদের পরিবর্তে Plural Noun ব্যবহার হবে ।
Incorrect: Either the teachers or the Headmaster has succeeded in his attempt.
Correct: Either the teachers or the Headmaster has succeeded in their attempt.
Click the right answer
 Rule No 6
Incorrect: I, you and he are friends
Correct: You, he and I are friends
 Rule No 7
Collective Noun যদি একসাথে কাজ করছে বোঝায় তবে Singular Noun ব্যবহার হয়।
The jury has decided its judgement.
এখানে, Jury এর সবাই একত্রে সিদ্ধান্ত নিয়েছে। তাই Single Pronoun ব্যাবহার হয়েছে।
কিন্তু, Collective Noun যদি একত্রে কাজ করে না বোঝা যায়, তবে অবশ্যই Plural Noun ব্যবহার হবে।
The jury were divided in their opinion.
এখানে, Jury এর সবাই আলাদা আলাদা সিদ্ধান্তে ভাগ হয়ে গিয়েছে, তাই Plural Pronoun ব্যবহার করা হয়েছে।এগুলো পড়লে, মোটামুটি হবে।
Source: Internet

No comments:

Post a Comment